পহেলা বৈশাখ ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে দুই দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার পর থেকে ভারত থেকে একটি ট্রাক পণ্য নিয়ে প্রবেশের মধ্য দিয়ে আমদানির কার্যক্রম শুরু হয়। আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
হিলি স্থলবন্দরের সিএ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত আরটিভি নিউজকে জানিয়েছেন, বাংলা নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার এবং সাপ্তাহিক শুক্রবার ছুটি শেষে শনিবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য বন্দরের কার্যক্রম শেষে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন ব্যবসায়ীরা।