আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
শনিবার (১৬ এপ্রিল) বিকেলে এক যৌথ বিবৃতিতে হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান প্রতিবাদ জানান। এতে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মুসলমানদের তৃতীয় পবিত্রস্থান আল-আকসায় ইসরাইলি পুলিশের হামলা মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। পবিত্র কুদস দিবসে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বর হামলা সারা বিশ্বের মুসলমানদের তীব্রভাবে আঘাত করেছে।
বিবৃতিতে ফিলিস্তিনসহ সারা বিশ্বের যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বানও জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার (১৫ এপ্রিল) সকালে আল-আকসা মসজিদ চত্বরে সকালে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।