• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

কলেজের পুকুরে নিখোঁজ নারীর লাশ 

মেহেরপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ এপ্রিল ২০২২, ১২:৪৬
কলেজের পুকুরে নিখোঁজ নারীর লাশ 

নিখোঁজের তিনদিন পর মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ওই কলেজের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মেহেরপুর স্টেডিয়ামপাড়ার জিয়ারুল ইসলামের স্ত্রী মুসলিমা খাতুন (৩৫)। তিনি পেশায় তামাক বাছাই শ্রমিক ছিলেন।

নিহতের ভাবি জানান, গত রোববার সকাল ৭টার দিকে মুসলিমা কাজের জন‍্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তামাক বাছাইয়ের কাজের পাশাপাশি সে অন্যের বাড়িতে রান্নার কাজও করে। তাই অনেক সময় বাড়িতে ফিরতে দেরি হয়। সেদিন তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু পায়নি।

তিনি আরও জানান, আজ সোমবার সকালে কলেজের পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভাসতে দেখে খবর দিলে আমরা গিয়ে তাকে শনাক্ত করি।

মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলফিকার আলী বলেন, কলেজের পুকুর থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুড়িগ্রাম কলেজ মাঠ পরিদর্শনে জামায়াত সেক্রেটারি
মেডিকেল কলেজগুলোর সক্ষমতা বাড়াতে শিক্ষক নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্য উপদেষ্টা
‘খালিদ’ হয়ে পর্দায় ফিরছেন পলাশ