ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল ভাইবোনের 

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ , ০৮:২৯ পিএম


loading/img
ফাইল ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শেখাতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পাটগাতী ইউনিয়নের চরগওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু জিম (১১) ও আলিফ (৭) বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার মেয়ে ও ছেলে।

বিজ্ঞাপন

জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করত। ছোট ভাই আলিফ গতকাল সোমবার মামার বাড়িতে বেড়াতে আসে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল।

নিহত শিশুদের মামা শফিকুল বিশ্বাস জানান, তার বোনের মেয়ে জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করত। ভাগনে আলিফ সোমবার তাদের বাড়ি গওহরডাঙ্গায় বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পাশে ঘেরে নিয়ে যায়। সেখানে আলিফ পানিতে ডুবে গেলে, জিম তাকে রক্ষা করতে যেয়ে নিজেও ডুবে যায়।

এ সময় তাদের মামাতো বোন পানিতে ডুবে যেতে দেখে বাড়ি এসে সবাইকে জানায়। বাড়ির লোকজন ঘেরে গিয়ে তাদের দুই ভাইবোনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |