ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

দুলাভাইয়ের ছুরিকাঘাতে শ্যালক খুন

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ , ১১:২০ পিএম


loading/img
কামরুল হাসান রতন-শাহাদাত হোসেন

চাঁদপুরের ফরিদগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভগ্নিপতি শাহাদাত হোসেন সরদারের ছুরিকাঘাতে যুবলীগ নেতা কামরুল হাসান রতন (৪০) নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বিগদাইড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত রতন ওই গ্রামের আবুল বাশারের ছেলে এবং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে রতনের সঙ্গে তার ভগ্নিপতি একই গ্রামের শাহাদাত হোসেনের বিরোধ চলছিল। এই বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকেলে পরিবারের সব সদস্যদের নিয়ে স্থানীয় কয়েকজন সালিসে বসেন। এ সময় বিভিন্ন কথাবার্তা নিয়ে দুইজনে মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ভগ্নিপতি শাহাদাত হোসেনের ছুরিকাঘাতে গুরুতর আহত হন রতন। পরে তাকে পাশের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন মারা যান।

আরটিভি নিউজকে বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক ভগ্নিপতি শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। তিনি এখন থানা হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |