ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

দুই গৃহবধূর আত্মহত্যা, অতঃপর...

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২০ এপ্রিল ২০২২ , ১০:০৮ পিএম


loading/img
ফাইল ছবি

নাটোরের বড়াইগ্রামে দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে এসব আত্মহত্যার ঘটনা ঘটে। এর মধ্যে মানসিক ভারসাম্যহীনতায় সৌরভজান (৫০) ও রোগ যন্ত্রণা সইতে না পেরে জোৎস্না বেগম (৪৫) আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

নিহত সৌরভজান বড়াইগ্রাম উপজেলার  সদর ইউনিয়নের খোকসা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী এবং জোৎস্না বেগম বাজিতপুর গ্রামের মৃত কিসমত আলীর স্ত্রী।

পরিবার থেকে জানানো হয়েছে, সৌরভজান বেশ কিছুদিন যাবত মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পাবনা মানসিক হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করেও তিনি সুস্থ হননি। বুধবার সকালে স্বজনদের অগোচরে তিনি নিজ ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বিজ্ঞাপন

অপরদিকে, জোৎস্না বেগম শরীর জ্বালাপোড়া ও অনিদ্রা রোগে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েও সুস্থ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি বিষাক্তগ্যাস ট্যাবলেট সেবন করেন। পরে স্বজনরা বুঝতে পেরে তাকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, এসব ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |