• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

রাজধানীতে কিশোরীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

  ২৩ এপ্রিল ২০২২, ২০:০৫
রাজধানীতে কিশোরীর মরদেহ উদ্ধার

রাজধানীর সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে মোছা. তাসমিয়া তারমীন তাসমি (১৮) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (২৩ এপ্রিল) সেগুনবাগিচার তোপখানা রোডের নকশী হোমস এলাকার একটি বাসার ১৪তলা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মো. রাশেদুল ইসলাম জানান, দুপুর আড়াইটার দিকে নকশী হোমস নামের একটি বহুতল ভবন থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, তাসমি ওই বাসার পালিত মেয়ে ছিলেন। গত দুইদিন আগে রুমের দরজা বন্ধ করে দেয় তাসমি। পরে বাসা থেকে দুর্গন্ধ বের হলে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে ওই তরুণীর পচনশীল মরদেহ উদ্ধার করে।

মো. রাশেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচাতো ভাই গোলাম রাব্বানী জানান, আমার চাচা এম এ কাশেম ও চাচি জিনাত পারভীন তাদের দুজনই বার্ধক্যজনিত কারণে হুইল চেয়ারে চলাচল করেন। তাই বাসার কাজের মেয়ের সন্তানকে লালন-পালন করতেন। ধীরে ধীরে তাসমি মাদকাসক্ত হয়ে পড়ে। প্রায় সময়ই দরজা বন্ধ করে থাকতেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর ৬ স্থানে বসছে ন্যায্যমূল্যের ‘জনতার বাজার’
নড়াইলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক