ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বগুড়ায় ঈদের রাত থেকে গ্যাস বন্ধের সিদ্ধান্ত

জি এম সজল

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১০:৫৮ পিএম


loading/img
ফাইল ছবি

ঈদের রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা বগুড়ায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। মূলত বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে পেট্রোবাংলার জিটিসিএলের মেরামত কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার ( ২৫ এপ্রিল) সন্ধ্যায় আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন পেট্রোবাংলার বগুড়া সেলস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী দেবদীপ বড়ুয়া।
 
তিনি জানান, বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গ্যাস লাইনের সংস্কার কাজের জন্য ঈদের দিন রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য আবাসিক, বাণিজ্যিক কলকারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঈদের সময় এই সিদ্ধান্তে জনদুর্ভোগ বাড়বে এমন প্রশ্নের জবাবে পেট্রোবাংলার এ কর্মকর্তা জানান, ঈদের সময় সবক্ষেত্রে চাপ কম থাকবে। তাছাড়া অন্যান্য দিনে সবক্ষেত্রে কাজের চাপ এবং সড়কেও যানবাহন বেশি চলাচল করে। সব কিছু ভেবেই ঈদের দিন থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সময় বেছে নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, বগুড়ায় আবাসিক ও বাণিজ্যিক মিলে পিজিসিএলের প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |