ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

কালবৈশাখী ঝড়ে গাছচাপায় পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট

বুধবার, ২৭ এপ্রিল ২০২২ , ০৯:০২ এএম


loading/img

সিলেটে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ এপ্রিল) সকালে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাত ১টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের একটি টিম গাছ সরিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, মঙ্গলবার (২৬ এপ্রিল) গভীর রাতে কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে ওই পথচারীর ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ঝড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই পথচারী ঝড়ের কবলে পড়েন। এ সময় তার ওপর গাছ ভেঙে পড়লে ঘটনাস্থলে মারা যান তিনি। ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরানোর পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |