ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

যশোরে গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু

বেনাপোল (যশোর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জুন ২০২৪ , ০৩:৩৩ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

যশোরের শার্শায় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে জোহর আলী (৪৭) নামে এক পথচারী মারা গেছেন। 

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ৯টায় জামতলা-শার্শা সড়কের রিফা ব্রিক্সের সামনে ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১১ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের বড়বাড়িয়া ওয়ার্ডের মেম্বার সাহেব আলি।

বিজ্ঞাপন

মেম্বার সাহেব আলি বলেন, ‘নিহত জোহর আলী শার্শা উপজেলার বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে। তিনি বেলতলা আমবাজারে সততা থ্রি-স্টার ফলভাণ্ডার নামে আমের আড়তে কাজ করতেন। আকাশে মেঘ দেখে জামতলা বাজার থেকে রাতে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন জোহর আলী। পথে রিফা ব্রিক্সের সামনে পৌঁছালে দমকা ঝড়ো হাওয়ায় রাস্তার পাশে থাকা মরা গাছের শুকনা ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। অন্যান্য পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ দিকে জামতলা বাজার কমিটির সভাপতি ইয়াকুব আলী বলেন, ‘জামতলা-শার্শা সড়কের পাশে লাগানো গাছগুলো জেলা পরিষদের। পাঁচ বছর আগে জামতলা বাজার সংলগ্ন রিফা ও বিশ্বাস ব্রিক্সের সামনের অন্তত ১০টি গাছ মরে শুকিয়ে গেছে। সামান্য ঝড় হলেই গাছগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকলেও আইনি জটিলতায় গাছগুলো কাটা যাচ্ছে না।’

এ বিষয়ে শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, মৃত্যুর বিষয়টি নাভারন হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |