ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের, আহত ১৫ 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ , ১০:৫১ এএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রায় ১৫ জন আহত হন। 

বিজ্ঞাপন

বুধবার (২৭ এপ্রিল) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি সালথার যদুনন্দী গ্রামের হাতেম ফকিরের ছেলে নান্নু ফকির। 

বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) রাতে যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষের প্রায় ১৫ জন আহত হন। ইটের আঘাতে গুরুতর আহত নান্নু ফকিরকে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। 

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |