ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রায় ১৫ জন আহত হন।
বুধবার (২৭ এপ্রিল) রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। তবে আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি সালথার যদুনন্দী গ্রামের হাতেম ফকিরের ছেলে নান্নু ফকির।
জানা গেছে, বুধবার (২৭ এপ্রিল) রাতে যদুনন্দী এলাকার কাইয়ুম মোল্যা ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত এলাকার সোনা মিয়ার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দু’পক্ষের প্রায় ১৫ জন আহত হন। ইটের আঘাতে গুরুতর আহত নান্নু ফকিরকে গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, সংঘর্ষের সময় ইটের আঘাতে নান্নু ফকির নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।