জয়পুরহাটের পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে দুই বন্ধু ঘুরতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার বন্ধু শান্ত হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মে) সকালে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৩০ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কুদ্দুস ফকিরের ছেলে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮)। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আহত শান্ত আরাম নগর মহল্লার সমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, শনিবার (৩০ এপ্রিল) রাতে শিমুল ও শান্ত দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় পুরানাপৈল-হিলি বাইপাস সড়কের পারুলিয়া ফকিরপাড়া এলাকায় গেলে শিমুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা শান্ত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করে। এ সময় অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন।