• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজছাত্রের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২৪, ১০:৪৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ কলেজছাত্রের মৃত্যু
ছবি : সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মার্চ) ভোরে উপজেলার দরগাহপুর কাদাকাটি সড়কের নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম ঘোষ (১৮)।

এ ছাড়া একই গ্রামের তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষকে (১৯) আহত অবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, নিহত নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও আহত কর্নেল ঘোষ মঙ্গলবার কালীগঞ্জ থেকে মোটরসাইকেলে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটি অনুষ্ঠানে যোগ দেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোররাতে তারা মোটরসাইকেলে করে কালীগঞ্জের দিকে রওনা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে এসে ধাক্কা দেয়। এত ঘটনাস্থলে নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী।

তিনি বলেন, আজ ভোর রাতে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজে ধাক্কা খেয়ে ২ শিক্ষার্থী মারা গেছেন। পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করেছে। আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতের মধ্যে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি 
স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু