• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ মে ২০২২, ১১:১৮
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের ‘চাদআলীর মোড়’ নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ওই ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত মোটরসাইকেল চালক ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে চর-মিরকামারী গ্রামের সুজন আলীর ছেলে মেহেদি হাসান (২০)। তবে নিহত ট্রাক হেলপারের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনার সময় তরমুজবোঝাই ট্রাক ওভারটেক করার সময় মোটরসাইকেল ছিটকে রাস্তার ওপর পরে গিয়ে নিহত হন মেহেদী। এ সময় একইসঙ্গে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে ট্রাকের হেলপার নিহত হন। এ সময় ট্রাকে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন।

তিনি আরও জানান, দুজনের মরদেহ উদ্ধারের পর সুরতাহাল করা হয়েছে। ট্রাকটি আটক রয়েছে। চালক পলাতক রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার
বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর