ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

অ‌তি‌রিক্ত যাত্রী বহন : ৩ লঞ্চকে জ‌রিমানা

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ মে ২০২২ , ১১:৪৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

অতিরিক্ত ‌যাত্রী বহন করায় ব‌রিশাল থেকে ঢাকাগামী ৩ লঞ্চকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বিজ্ঞাপন

শুক্রবার (৬ মে) সন্ধ্যায় বরিশাল নদীবন্দরে ঢাকামুখী এই ৩ লঞ্চকে জরিমানা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক ও বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত যাত্রী বহনের দায়ে এমভি পারাবত-১৮, পারাবত-১০ ও এমভি সুরভী-৯ লঞ্চকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রী বহন ঠেকাতে লঞ্চগুলোকে জরিমানা করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ঘাট থেকে ছেড়ে দেওয়া হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |