• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ঘন কুয়াশায় পদ্মার বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

আরটিভি নিউজ

  ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২০
ঘন কুয়াশায় পদ্মার বুকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের হরিনায় পদ্মা নদীতে কীর্তনখোলা-১০ এবং প্রিন্স আওলাদ-১০ নামে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) ঘটা এ দুর্ঘটনায় উভয় লঞ্চের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে, কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি কর্তৃপক্ষের।

রোববার (২২ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক।

জানা গেছে, শনিবার রাতে বরিশাল থেকে যাত্রী নিয়ে কীর্তনখোলা-১০ ঢাকার উদ্দেশে যাত্রা করে। অপরদিকে, ঢাকা থেকে প্রিন্স আওলাদ-১০ নামের একটি লঞ্চ বরিশালের নদীপথে রওনা হয়। পথে পদ্মানদীর চাঁদপুরের হরিনা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় লঞ্চ দুটির। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। তবে, কোনো যাত্রী হতাহত হয়নি বলে দাবি তাদের।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, রাতেই কীর্তনখোলা ১০ লঞ্চ ঢাকার পথে ছেড়ে যায়৷ তবে, প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুভরাজ নামে আরেকটি লঞ্চ যাত্রীদের উদ্ধার করে রোববার সকালে বরিশালের উদ্দেশে রওনা হয়। উভয় লঞ্চে প্রায় তিন হাজার যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাম্বুলেন্স-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল কৃষি কর্মকর্তার
ঘন কুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮