ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ৭

নেত্রকোণা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১২ মে ২০২২ , ০৩:০৮ পিএম


loading/img

নেত্রকোণার কেন্দুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় প্রায় ৭ জন আহত হয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মে) সকালে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি দনাচাপুর গ্রামে প্রভুদ দত্তের ছেলে বাবুল দত্ত (৪৫)। 

বিজ্ঞাপন

কেন্দুয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত বাবুলের বাড়ির ওপর দিয়ে প্রতিবেশী সুবল দেবদের বাড়ির বৃষ্টির পানি যায়। এ নিয়ে বুধবার (১১ মে) দুই পক্ষের ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টার দিকে আবার দুই পক্ষের সংঘর্ষে বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বাবুল দত্ত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা কেন্দুয়া ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |