• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

রৌমারীতে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, আহত ৭

কুড়িগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৪, ০২:২৫
বিজিবি ও চোরাকারবারি সংঘর্ষ
ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় চোরাকারবারিদের হইচইয়ে স্থানীয়রাও বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায় এতে নারীসহ অন্তত জন আহত হয়েছেন

সোমবার (১৫ জানুয়ারি) সকালের দিকে ভারতীয় গরু আটককে কেন্দ্র করে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে ঘটনা ঘটে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৭ পিলারের কাছ দিয়ে ভারত থেকে ২০-২৫টি গরু অবৈধভাবে বাংলাদেশের ধর্মপুর গ্রামে নিয়ে আসে চোরাকারবারিরা

গরুগুলো ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে খোলামাঠে বেঁধে রাখা হয়

পরে গোপন তথ্যের ভিত্তিতে দাঁতভাঙ্গা কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু আহমেদের নেতৃত্বে সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে গিয়ে চোরাই গরুগুলো জব্দ করে

সময় গরুর মালিক দাবি করা চোরাকারবারিরা হইচই করে গ্রামের লোকজনকে জড়ো করে পরে বিজিবি সদস্যদের ওপর চড়াও হয় একপর্যায় চোরাকারবারি বিজিবিরমধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটে

ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, সোনারতী খাতুন, হাফিজুর রহমান, মঞ্জু মিয়া, মিজানুর রহমান, রাবেয়া খাতুন, আঙ্গুর মিয়া এসময় বিজিবির এক সদস্য আহত হন বলে জানা গেছে আহতরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে সোনারতীর অবস্থা আশঙ্কাজনক

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের স্থানীয় ওয়ার্ড সদস্য (মেম্বার) শাহাজাহান আলী গণমাধ্যমকে জানান, ভারত থেকে গরু পাচার করে নিয়ে এসে ধর্মপুর গ্রামে জমাট করে রাখে পাচারকারীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা খবর ছড়িয়ে পড়লে চোরাকারবারি গ্রামবাসী বিজিবির উপর চড়াও একপর্যায়ে সংঘর্ষ হয় এতে কয়েকজন আহত হন

দাঁতভাঙ্গা বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আঞ্জু আহমেদ গণমাধ্যমকে বলেন, বিষয়টি ফোনে ব্রিফিং করা যাবে না

রৌমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হীল জামান গণমাধ্যমকে জানান, বিজিবির সঙ্গে এলাকাবাসীর মধ্যে মারামারির ঘটনা শুনেছি তবে দুপক্ষের কেউ অভিযোগ করেনি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১০০, থানায় আগুন
চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১  
আলাদা জীবন পেল জোড়া লাগানো দুই বোন নুহা ও নাবা
লক্ষ্মীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১