ঢাকা

সিরাজগঞ্জে ২৬ টন তেল মজুতে ১ লাখ টাকা অর্থদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৪ মে ২০২২ , ১১:৫৮ পিএম


loading/img
সিরাজগঞ্জে ২৬ টন তেল মজুতে ১ লাখ টাকা অর্থদণ্ড 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে বিপুল পরিমাণ বোতলজাত সয়াবিন তেল মজুত করে অধিক মূল্যে বিক্রির দায়ে মেসার্স অর্নব ট্রেডার্স ও মেসার্স দত্ত অ্যান্ড ব্রাদার্সের গোডাউনে অভিযান চালিয়ে ২৬ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে তেল মজুত রাখার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

শনিবার পৌর শহরের ঘোষগাঁতী এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন।

ইউএনও উজ্জ্বল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ঘোষগাঁতী এলাকায় ২টি গোডাউন থেকে প্রায় ২৬ টন বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়। দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ তেল নির্দিষ্ট দিনে সরকার নির্ধারিত পূর্বের মূল্যে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রয় করা হবে। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |