ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভুট্টা খেত থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (লালমনিরহাট), আরটিভি নিউজ

রোববার, ১৫ মে ২০২২ , ০৩:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ফারজিনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ ভুট্টা খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (১৫ মে) সকালে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টা খেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। 

ফারজিনা আক্তার ওই এলাকার আবদুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

বিজ্ঞাপন

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ওই এলাকায় ভুট্টা খেতে আবদুর রহমানের মেয়ে ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি এইমাত্র ঘটনাস্থলে এসেছি। ভুট্টা খেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর জানা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |