ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলা

রাজশাহী (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ , ০৮:১৯ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

রাজশাহীতে কেন্দ্রীয় ঘোষিত বিএনপির প্রতিবাদ সমাবেশে সংবাদ সংগ্রহ করতে গেলে ছয়জন সাংবাদিক হামলা ও লাঞ্চিতের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘটনা ঘটে।

হামলা ও লাঞ্চিতের শিকার বেসরকারি টেলিভিশনের ছয় ক্যামেরাপারসনরা হলেন, সময় টিভির আবদুস সালাম, দীপ্ত টিভির রফিকুল ইসলাম, গাজী টিভির রবিউল ইসলাম খোকন, এস এ টিভির আবু সাইদ, নিউজ টোয়েন্টিফোরের এস এ বাপ্পি, চ্যানেল টোয়েন্টিফোরের লেলিন। এ সময় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান।

বিজ্ঞাপন

বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে বিকেল ৫টা ২০ মিনিটে যুব দলের দুই গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে নেতাকর্মীরা।সেই দৃশ্য ধারণ করতে গেলে ছয় সাংবাদিকের ওপর চড়াও হয় যুবদলের নেতাকর্মীরা।

এ সময় তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রদল ও মহিলা দলের নেতারা। পরে অনন্য সংবাদকর্মীরা লাঞ্ছিতের শিকার সাংবাদিকদের উদ্ধার করে সমাবেশ থেকে বের করে আনেন। পরে সাংবাদিকরা সমাবেশটি বয়কট করে গণকপাড়া মোড়ে অবস্থান নেয়।

এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় একত্রে অবস্থান নিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে বিএনপির নেতারা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |