নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসভবনে দুই দফায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর ১টার দিকে জয়বাংলা আর ছাত্রলীগের নামে স্লোগান দিতে দিতে দেশি অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায় তারা। এ সময় জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। প্রথম দফা হামলার কিছুক্ষণ পরে পুলিশ এসে তাদের বাধা দেয়।
দ্বিতীয় দফা হামলার সময় পুলিশ বাধা দিতে গেলে তারা পুলিশের ওপর চড়াও হয়। ছবি তুলতে গেলে পাশের চ্যানেল টুয়েন্টিফোর প্রতিনিধির কার্যালয়ের জানালায় দা দিয়ে কোপায় সন্ত্রাসীরা।
পরে বিএনপির নেতারা ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ ঘটনার নিন্দা জানিয়ে বক্তব্য দেন জেলা বিএনপি সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।
সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, রাজনীতি মাঠে না গিয়ে যারা বাড়িতে হামলা চালায় এরা কাপুরুষ। এ ঘটনা পুলিশের সামনেই ঘটেছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
সাধারণ সম্পাদক মো.মনিরুল ইসলাম বলেন, এসব নির্দেশনা ঢাকা থেকে আসছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে তাই বলে বাড়িঘরে হামলা-ভাঙচুর এই কালচার ভালো না। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানাই।