ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

বিস্ফোরণে পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন, আহত ২২ ফায়ার কর্মী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৫ জুন ২০২২ , ০৮:৫২ এএম


loading/img
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে এক পুলিশ সদস্যের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া নয় পুশিশ সদস্য আহত হয়েছেন। যার মধ্যে ৭ জন শিল্প পুলিশ এবং ২ জন সীতাকুণ্ড থানার।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনেরও ৯ কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। সব মিলিয়ে ২২ জন ফায়ার কর্মীর আহতের সংবাদ জানা গেছে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আগুন লাগার খবরে প্রথমে সাড়া দেয় আমাদের কুমিরা স্টেশনের সদস্যরা। কিন্তু বিস্ফোরণের ফলে ৯ জন আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে সীতাকুণ্ড পুলিশের কনস্টেবল তুহিনের পায়ের গোড়ালি বিচ্ছিন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়েছে। তিনি ছাড়াও আরও ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ওই পুলিশ সদস্যের উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রাশিদুল হক।

তিনি বলেন, কনস্টেবল মোহাম্মদ তুহিন হোসেনের ডান পায়ের গোড়ালি গুরুতর আঘাত লেগে থেঁতলে গেছে। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। নিরাপত্তার কাজে সেখানে দায়িত্বে ছিলেন তিনি। বিস্ফোরণেই সে আহত হয়।

কন্টেইনার ডিপোতে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আনিসুর রহমান।

আগুনে বেশ হতাহতের আশঙ্কা করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরই মধ্যে দুই শতাধিক আহতকে বিভিন্ন মেডিকেল ভর্তি করা হয়েছে। দগ্ধদের চিকিৎসায় সব ডাক্তারকে হাসপাতালে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |