ঢাকাবৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১

তল্লাশি চালানোর সময় পুলিশ সদস্যকেই অপহরণ করল ডাকাতদল, অতঃপর...

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৯ মার্চ ২০২৫ , ০৮:৫৬ এএম


loading/img
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে সড়কে চেকপোস্টের দায়িত্বে থাকা মামুনুর রশিদ মামুন নামে এক পুলিশ সদস্যকে ডাকাতদল ট্রাকে করে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ডাকাতের ট্রাকের পিছু ধাওয়া করে পুলিশ সদস্যকে উদ্ধার ও ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করে। 

বিজ্ঞাপন

বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী। 

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আলারপুর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাহ আলম (৩০) ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আজিম আলীর ছেলে নুরুল আমিন (৩০)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে করে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি। বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তারা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে ডাকাতদের গণধোলাই দেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, দিরাই থানা এলাকার চেকপোস্ট থেকে ট্রাকে করে নিয়ে আসা পুলিশ সদস্যকে রাতেই উদ্ধার করা হয়েছে; তিনি সুস্থ আছেন। ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতদলের ট্রাকটি জব্দ করা হয়েছে, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দিরাই থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমাদের পুলিশ সদস্য মামুন সুস্থ আছেন। ডাকাতদলের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |