মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউপির কচুইখালী গুচ্ছগ্রামে স্বামী-স্ত্রী একই সঙ্গে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৭ জুন) বিকেলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামের ইসতিয়াক হোসেনের ছেলে সাগর হোসেন (২৬) ও তার স্ত্রী গাংনী উপজেলার কচুইখালী গুচ্ছগ্রামের কৃষক কালু মিয়ার মেয়ে চামেলী খাতুন (১৯)।
স্থানীয়রা জানান, সোমবার (৬ জুন) রাতে ইসতিয়াক হোসেন তার ছেলে সাগরকে পারিবারিক বিষয় নিয়ে বকাঝকা করেন। এ কারণে রাতেই বাবার ওপর অভিমান করে শ্বশুরবাড়িতে চলে যান সাগর। পরে মঙ্গলবার (৭ জুন) দুপুরে চামেলী খাতুনের বাবার বাড়িতে স্বামী-স্ত্রী একই সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
চামেলীর ছোট বোন শিল্পী খাতুন জানান, আমার বোন ভালোবেসে বিয়ে করেছিল। যখন বেড়াতে আসত তখন দুজন একসঙ্গে আসত। বিকেল হলে দুজন হাত ধরে বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়াত। আমি স্কুলে যাওয়ার আগেও দুলাভাইয়ের সঙ্গে গল্প করেছি। তখনও দুলাভাই আমার সঙ্গে অনেক ঠাট্টা করে গল্প করেছেন। স্কুল থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখি বোনের ওড়নায় ঝুলছিল দুজন। আমার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আছে।
নিহত চামেলী খাতুনের বাবা কালু মিয়া জানান, বিয়ের পর থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন তা বলতে পারেনি তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, এ খবর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।