ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হাতিয়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ১০:৩৫ পিএম


loading/img

নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলনবালা নামে দুজনের মৃত্যু হয়েছে। এতে করে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
শুক্রবার (৩১ জানুয়ারী) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বিকেল ৫টায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।
 
এর আগে, বৃহস্পতিবার রাত তিন টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা একই এলাকার বাসিন্দা।  

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য লিটন চৌধুরী বলেন, শুক্রবার গভীর রাতে যথারীতি নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের রান্না ঘরে আগুন লেগে দাউ দাউ করতে দেখে আশপাশের লোকজন দেখে এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। তার আগে ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ভোরে প্রতিবেশীরা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে মিলন বালার ও মৃত্যু হয়।  
 
এ বিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |