ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু : সড়ক অবরোধ

ঠাকুরগাঁও (স্টাফ রিপোর্টার), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ জুন ২০২২ , ০৬:০৬ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-রাণীশৈংকল সড়কের মাস্টারমোড় এলাকায় মিলন নামে এক স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে চার ঘণ্টারও বেশি সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (৯ জুন) পরে বিকেল সাড়ে ৫টার সময় পীরগঞ্জ-রানীশংকৈল সড়কের অবরোধ তুলে নেন তারা।
 
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ও তিনি ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পরে তারা সড়ক অবরোধ করে নেন। 

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে মাস্টার মোড় এলাকায় ট্রাকচাপায় নিহত হয় স্থানীয় রঘুনাথপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিলন।

মিলন ঘটনাস্থলে নিহত হওয়ার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি শহরের জেডি ফিলিং স্টেশনে আটক করে। পরে তারা সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। বাঁশের বেড়া দিয়ে সড়ক অবরোধ করে রাখে। 

বিজ্ঞাপন

এতে দুপুর সোয়া ১টা থেকে পীরগঞ্জ-রানীশংকৈল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাণীশৈংকল ও হরিপুর উপজেলার বাসিন্দারা রংপুর ও ঢাকার উদ্দেশে যেতে পারছে না।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |