ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা, আহত ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ জুন ২০২২ , ১১:৫৬ পিএম


loading/img
ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ তিনজন আহত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ৮টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতরা হলেন- শৈলাট গ্রামের শরাফত আলীর ছেলে সেকান্দর আলী টিপু (৬০), তার স্ত্রী রাজিয়া খাতুন (৪০) এবং ছেলে জাফর ইকবাল (২৮)। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সেকান্দর আলী টিপুর মেয়ে সাগরকিা সুলতানা পুষ্পা আরটিভি নিউজকে জানিয়েছেন, একই গ্রামের কালু মিয়ার ছেলে চান মিয়া গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে অভিযুক্ত কালু মিয়ার ছেলে চান মিয়া (৫০), চান মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৫), তার ছেলে আতিকুর রহমান (২৮), মৃত আব্দুল মাতাব্বরের ছেলে আহাম্মদ আলীসহ (৪৫) তাদের ৬ থেকে ৭ জন সহযোগী বিরোধপূর্ণ জমির চারপাশে সিমেন্টের পিলার পুঁতে এবং জমিতে নিজেদের ক্রয়কৃত জমি দাবি করে সাইনবোর্ড টানিয়ে দেয়। 

বিজ্ঞাপন

পরে শনিবার (১১ জুন) সকালে সেকান্দর আলী টিপু জমির চারপাশে পিলার ও সাইনবোর্ড টানানোর কারণ জিজ্ঞাসা করলে কালু মিয়ার ও তার ছেলে চান মিয়ার নেতৃত্বে সেকান্দর আলী ও তার ছেলের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে পিটিয়ে আহত করে। এসময় তার স্ত্রী রাজিয়া খাতুন এগিয়ে আসলে তাকেও মারপিট করে আহত করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতার আহত অবস্থায় মাওনা আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখে।

এ ব্যপারের অভিযুক্ত চান মিয়াসহ তাদের সহযোগীদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তরা মোবাইল ফোন ব্যবহার না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শৈলাট গাজীপুরে জমি সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনা শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে সরেজমিন বিষয়টি জেনেছে। তবে এ ঘটনায় এখানো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |