ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

নৌকাডুবির ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ১০:৩৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনা হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (১৪ জুন) সকাল ৯টায় উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এনশহিলার হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও তার ছেলে ওয়াসিম (৩৫) এবং তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে পাঁচজন ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশে রওনা দেন। পথে ঝড়ের কবলে পড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুইজন সাঁতরে মাছ ধরার নৌকায় উঠতে পারলেও অন্য তিনজন নৌকাসহ পানির নিচে তলিয়ে যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |