ঢাকামঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন

মেয়র পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ , ০৬:০৩ পিএম


loading/img
সংগৃহীত ছবি

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ জুন) বিকেলে গোপালগঞ্জের নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে ওই প্রার্থী মো. দিদারুল ইসলাম গোপালগঞ্জ শহরের নতুন স্কুল রোডে মেয়র-প্রার্থী প্রধানমন্ত্রী চাচা শেখ রকিব হোসেনের বাড়িতে যান এবং সেখানেই এক সংবাদ-সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে গিয়ে শেখ রকিব হোসেনকে সমর্থন জানান। 

এ নিয়ে নির্বাচনে মনোনীত ১০ প্রার্থীর মধ্যে ৯ প্রার্থীই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। ১৫ জুন নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রার্থী রইলেন প্রধানমন্ত্রী চাচা শেখ রকিব হোসেন। তার মার্কা নারিকেল গাছ। 

বিজ্ঞাপন

গোপালগঞ্জের নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্লা জানান, নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন মাত্র একজন। পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে অন্য প্রার্থীদের সরে দাঁড়ানোর বিষয়টি আন-অফিশিয়াল। তাই ওই একজন ছাড়া বাকি সবার প্রতীকই ইভিএম-ব্যালটে রয়ে গেছে। 

তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠিত হবে সিস্টেম অনুযায়ী। যে প্রতীকেই ভোট পড়বে, তা ইভিএম মেশিন গণনায় রাখবে। সুতরাং ভোটারদেরকে সচেতনতার সঙ্গে ভোট প্রদান করতে হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |