কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। এ বছর আবেদন করেছেন মোট ৩২০৮৭ শিক্ষার্থী।
শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১৮ হাজার ৬৩২টি, ‘বি’ ইউনিটে (মানবিক) ৭ হাজার ৯০৭টি, সি ইউনিটে (বাণিজ্য) ৫ হাজার ৫৪৮টি আবেদন পড়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১০৪০টি আসন রয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।
এদিকে এই বছর এ ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫৩ জন, বি ইউনিটে প্রায় ১৭ জন ও সি ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।