ঢাকারোববার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ভোট দিতে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৫ জুন ২০২২ , ০৮:২৮ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পথে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্র সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত বৃদ্ধ ওই ইউনিয়নের থলপাড়া বইলানপুর গ্রামের বিরমনি সরকারের ছেলে সুকুমার সরকার (৬৭)।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থ শরীর নিয়ে ভোট দেয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হওয়ার পর থলপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রের ওইখানে পৌঁছালে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে ওইখান থেকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। সে দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |