বরগুনার তালতলী উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধাবার (১৫ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব ইউপিতে ভোট গ্রহন চলে।
উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আঃ রাজ্জাক পেয়েছেন ৩,৯৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু জাফর খোকন পেয়েছেন ৩,২২৮ ভোট।
ছোটবগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তৌফিকুজ্জামান তনু পেয়েছেন ৫৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন পেয়েছেন ১,৮১৫ভোট।
কড়ইবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ ইব্রাহীম পেয়েছেন ৩০০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুল হক সিকদার পেয়েছেন ২,৬৪২ ভোট।
বড়বগী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আলমগীর হোসেন মুন্সি পেয়েছেন ৪৯১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহাদাৎ হোসেন মাতুব্বর পেয়েছেন,৩০২২ ভোট। ।
নিশানবাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোঃ বাচ্চু মিয়া পেয়েছেন ৫,৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজালাল পেয়েছেন ১,৩৭৯ ভোট।