• ঢাকা রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১
logo

ভারতে যাওয়ার সময় জামিনে থাকা ইউপি চেয়ারম্যান আটক

আরটিভি নিউজ

  ০১ নভেম্বর ২০২৪, ১৮:৩৮
ভারতে যাওয়ার সময় জামিনে থাকা ইউপি চেয়ারম্যান আটক
ছবি: সংগৃহীত

সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নোমান হোসেন (৩৮) নামে এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক নোমান হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলে জানা গেছে। তিনি উপজেলা যুবলীগের বহিষ্কৃত সদস্য। তার নামে জগন্নাথপুর থানায় মামলা আছে। তবে, বর্তমানে ওই মামলায় জামিনে রয়েছেন তিনি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে তামাবিল সীমান্ত থেকে নোমান হোসেনকে আটক করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বৈধপথে ভারত যাওয়ার চেষ্টা করেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান হোসেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়।

এ প্রসঙ্গে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, তামাবিল সীমান্ত দিয়ে ভারত গমনকালে নোমানকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জগন্নাথপুর থানায় তার নামে মামলা রয়েছে বলে জানা যায়। অবশ্য, ওই মামলায় তিনি জামিনে রয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, জামিনে থাকলেও তিনি বিদেশ গমন করতে পারবেন না।

আরটিভি/এসএইচএম/এআর

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে ট্রেন আটকে রেখে বিক্ষোভ
পোশাক রপ্তানিতে ঢাকার সিদ্ধান্তে দিল্লির মাথায় হাত
হিলিতে পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক
যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন রবিন রাজন সাখাওয়াত