ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

কনেকে তুলে আনতে গিয়ে প্রাণ গেল প্রেমিকের বন্ধুর

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২ , ০১:২০ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলার ছোনগাছা গ্রামে বিয়ের আগের রাতে কনেকে তুলে আনতে গিয়ে পরিবারের বাধার মুখে রাসেল শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (১৪ জুন) রাতে এ ঘটনা ঘটে। রাসেল (২৮) একই উপজেলার বরিশাট গ্রামের আবদুল জলিল শেখের ছেলে।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার খামারপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে বরিশাট গ্রামের আজ্জত আলির জোয়ারদারের ছেলে মঞ্জুরুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে ১৫ জুন মেয়েটির অন্যত্র বিয়ের আয়োজন করা হয়।

বিষয়টি জানতে পেরে মঞ্জুরুল মঙ্গলবার রাতে কয়েকজন বন্ধুসহ একটি ইজিবাইক নিয়ে মেয়েটিকে ছোনগাছা গ্রামের বাড়ি থেকে তুলে আনতে যায়। এ সময় মেয়েটির পরিবারের লোকজন তাদের বেধড়ক পিটুনির পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মঞ্জুরুল, তার বন্ধু রাজু এবং ইজিবাইকচালক রাসেল আহত হয়। আহতদের মধ্যে রাসেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে, গতকাল বুধবার (১৫ জুন) সকালে মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত রাসেলের বাবা জলিল শেখ বলেন, আমার ছেলের ইজিবাইক ভাড়ায় নিয়ে তারা সেখানে গিয়েছিল। কিন্তু মেয়েটির পরিবারের লোকজন আমার ছেলেকে আটকে নৃশংসভাবে খুন করেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রিটন সরকার জানান, প্রেমঘটিত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হলেও বিষয়টি নিয়ে পরবর্তী সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |