ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২০ জুন ২০২২ , ০১:৩৪ পিএম


loading/img

উজানের পাহাড়ের ঢল ও টানা ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জের যমুনাসহ সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 

বিজ্ঞাপন

সোমবার (২০ জুন) দুপুরে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বন্যার পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ নদী ফুলজোড়, করতোয়া, বড়াল, হুড়াসাগর, ইছামতী নদীসহ চলনবিলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। 

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, যমুনার পানি বিপদৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যায় ভাঙন রোধসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |