• ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১
logo

সিরাজগঞ্জে যমুনার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জুলাই ২০২৪, ০৮:৩১
ছবি: আরটিভি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। প্লাবিত এলাকাগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সোমবার (৮ জুলাই) সকালে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনার পানি ধীরগতিতে হলেও কমবে।

এদিকে সিরাজগঞ্জের পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়ন এ মুহূর্তে বন্যাকবলিত অবস্থায় রয়েছে। এ সকল এলাকার বসতবাড়িতে পানি উঠে পড়ায় বিপাকে রয়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিচ্ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। ত্রাণ বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই যুবলীগ নেতা মুছা গ্রেপ্তার
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে ডুবছে রাজবাড়ী শহর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
সিরাজগঞ্জে কমছে যমুনার পানি, বাড়ছে ভাঙন