ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী নদীর তিনটি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে ১০ গ্রাম প্লাবিত হয়েছে।
সোমবার (২০ জুন) সকালে নদীর উত্তর দৌলতপুর ও দরবারপুরের বরইয়া গ্রামে এ ভাঙ্গন দেখা দিয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দরবারপুরের ভাঙনটি মেরামত করার জন্য স্থানীয়দের নিয়ে চেষ্টা চলছে।
তিনি জানান, মুহুরী নদীর পানি বিপৎসীমার ১০৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও বাড়তে পারে। পানি কমলে বাঁধের ভেঙে যাওয়া স্থানগুলোর মেরামত করা হবে।
এ দিকে, ভারী বর্ষণে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে, দােকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পানি বাড়ছে এবং নিচু এলাকায় প্লাবিত হচ্ছে।
স্থানীয়রা বলছেন, দ্রুতগতিতে পানি বাড়ছে। ডুবছে বাড়িঘর, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, মাছের ঘের, শিক্ষা প্রতিষ্ঠান ও হাটবাজার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার জানান, ৫০০ পরিবারকে শুকনো খাবার ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পানি কমলে বাঁধ মেরামতের কাজ শুরু হবে।