• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

সিলেটে বন্যায় ২২ জনের প্রাণহানি 

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২১ জুন ২০২২, ১৬:৫০
সিলেটে বন্যায় ২২ জনের প্রাণহানি 

সিলেট বিভাগের চার জেলায় বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। এতে বানের পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২২ জন মানুষ।

মঙ্গলবার (২২ জুন) বেলা সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে পাহাড়ি ঢল আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলা।

সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায় জানান, এ পর্যন্ত বন্যায় সিলেট বিভাগে ২০ জনের মৃত্যুর তথ্য আমরা পেয়েছি। এর মধ্যে সিলেটে ১২ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মরদেহ ভেসে উঠেছে। তাৎক্ষণিক এ দুই মরদেহের তথ্য নেই। তবে এ তথ্য যোগ হবে। সে অনুযায়ী, বন্যায় সিলেট বিভাগে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যুর হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রাজশাহী
টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী
বিপিএলের সিলেট পর্ব শেষে ব্যক্তিগত অর্জনে শীর্ষে কারা
সিলেট পর্ব শেষে টেবিলের শীর্ষ দুইয়ে রংপুর ও চিটাগং, বাকিরা কোথায়?