ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

থানায় লাল গালিচা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৪:১৪ পিএম


সিলেটে থানা পরিদর্শনকালে লাল গালিচা বিছানো দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ ঘটনা ঘটে।

এ সময় উপদেষ্টা বলেন, আমি বারবার বলেছি তোমাদের, এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। মেইন কাজ করতে পারি না। ১০০ বার একটা কথা বললে তোমরা শুনো না।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পুলিশ থেকে আমাদের আশা অনেক। কিন্তু তাদের থাকা-খাওয়ার অনেক সমস্যা আছে। এই যে ধরেন তারা একটা ভাড়া বাড়িতে থাকে। এগুলোর উন্নতি করা দরকার। ওদের থেকে পেতে হলে, দিতে হবে কিছু।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে পাঠানো চিঠির বিষয়ে কোনো সর্বশেষ তথ্য আছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, ইন্টারপোলের আপডেট আগে যেটা আছে, ওই অবস্থায় আছে। আপডেট হলে আপনাদের জানানো হবে।

উপদেষ্টা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সেখান থেকে পাশের এয়ারপোর্ট থানা পরিদর্শন করেন। সেখান থেকে সড়কপথে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হন উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |