ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

চাচার বল্লমের আঘাতে ভাতিজির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ জুন ২০২২ , ০৪:৫৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

ময়মনসিংহে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাসিনা বেগম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে।  

বিজ্ঞাপন

রোববার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার চর রঘুরামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাসিনা বেগম ওই এলাকার মৃত জাহির উদ্দিন সরকারের মেয়ে। এ ঘটনায় হাসিনা বেগমের স্বামী আব্দুল মালেক, ছেলে কাউসার আহমেদ, দুই বোন হুসনে আরা ও মনোয়ারা বেগম আহত হন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত হাসিনা বেগম তার বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে চাচা মইদর আলী সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন এসব নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মইদর আলী তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হাসিনা বেগমের পরিবারের ওপর হামলা চালায়। এ সময় মইদর আলীর বল্লমের আঘাতে হাসিনা বেগম গুরুতর আহত হয়। এ ছাড়াও আরও চারজন আহত হয়। পরে তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা বেগমকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |