• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

গাছের ডাল ভাঙা নিয়ে দ্বন্দ্ব, নারীকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২২, ২৩:৫৫
গাছের শুকনা ডাল ভাঙা নিয়ে দ্বন্দ্ব, নারীকে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম গাছের শুকনা ডাল ভাঙা নিয়ে দ্বন্দ্বে মানুয়ারা বেগম (৪০) এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মোবারকপুর ইউনিয়নের উপরটোলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মানুয়ারা ওই গ্রামের বাইদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য সুজন বলেন, বাড়ির পাশে একটি আম গাছ থেকে শুকনা ডাল ভাঙছিল মানুয়ারা। এ সময় সলেমান গিয়ে ডাল ভাঙতে নিষেধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে মানুয়ারার মাথায় আঘাত করে সলেমান। এতে গুরুতর আহত হন মানুয়ারা। স্থানীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষ: বিএসএফের দুঃখ প্রকাশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফের উত্তেজনা
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: ২১ ঢাবি শিক্ষার্থীর বিরুদ্ধে চার্জশিট
টাঙ্গাইলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা