ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

নদীতে গোসল করতে নেমে দুই যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ , ১০:৪৬ পিএম


loading/img
ছবি : আরটিভি নিউজ

হবিগঞ্জ শহরে ফুটবল খেলার পর খোয়াই নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যশেরআব্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহতরা হলেন- হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকার খেলু মিয়ার ছেলে নাহিদ মিয়া (১৫) ও সেলিম মিয়ার ছেলে সাগর মিয়া (১৬)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার বিকেলে ওই এলাকার খোয়াই নদীর পাড়ের কৃষ্ণনগর মাঠে ফুটবল খেলছিল নাহিদ ও সাগর। ফুটবল খেলা শেষে সবাই চলে গেলেও নাহিদ ও সাগর খোয়াই নদীর পানিতে গোসল করতে নামে। পরে তারা নদী থেকে ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন ও বন্ধুরা নদীতে খুঁজতে থাকে। একসময় তাদেরকে খুঁজে পাওয়া যায়।

বিজ্ঞাপন

নাহিদ ও সাগরকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর সাগর মিয়াও মারা যান। ছেলেকে নদীতে খুঁজতে গিয়ে সাগরের বাবা সেলিম মিয়া অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খোয়াই নদীর যে জায়গায় দুই কিশোর গোসল করতে নেমেছিল, সেখানে নদীর তলদেশের নরম মাটিতে তাদের পা আটকে গিয়ে এ রকম ঘটনা ঘটে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদি হাসান বলেন, নাহিদ মিয়াকে আমরা মৃত অবস্থায় পাই। আর সোহাগ মিয়া হাসপাতালে আসার পর মৃত্যুবরণ করে।

বিজ্ঞাপন

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |