ঢাকাশনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট অনুষ্ঠিত

আরটিভি নিউজ

শনিবার, ০২ জুলাই ২০২২ , ০৮:২৮ পিএম


loading/img
এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২২

ন্যাশনাল ইউনিভার্সিটি (এনইউ) স্কিল ডেভেলপমেন্ট ফোরামের আয়োজিত ‘এনইউ স্কিল ডেভেলপমেন্ট সামিট ২০২২’ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের আড়াই শতাধিক শিক্ষার্থী এই সামিটে অংশ নেন।

বিজ্ঞাপন

রাজধানীর ইসফেনদিয়ার জাহেদ হাসান মিলনায়তনে ১ জুলাই দিনব্যাপী এ আয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষক ও করপোরেট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি অনলাইন জব পোর্টাল বিডিজবস এর সিইও এ কে এম ফাহিম মাশরুর প্রথাগত একাডেমিক শিক্ষা ছাড়াও বিভিন্ন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিষদ আলোচনা করেন।

বিজ্ঞাপন

সামিটে এ সময় একাধিক সেমিনার এবং প্যানেল ডিসকাশন হয়।

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যতা’ শিরোনামে প্রথম প্যানেল ডিসকাশনে অতিথি হিসেবে ছিলেন, BSHRM এর জেনারেল সেক্রেটারি মো. নজরুল ইসলাম, বিক্রয় ডট কম এর মারকেটপ্লেস ডিরেক্টর মো. সাজ্জাদুল ইসলাম, এলিট পেইন্ট এর বোর্ড সেক্রেটারি মুরাদ হোসেন। 

‘ক্যারিয়ার ইন ডিজিটাল মিডিয়া’ ডিসকাশনে উপস্থিত ছিলেন, আরটিভি অনলাইন ইনচার্জ মিডিয়া ব্যক্তিত্ব পলাশ মাহমুদ, বাই ডিজিটালের ব্র‍্যান্ড স্ট্র‍্যাটেজি ও ইনোভেশন লিড শায়লা আক্তার।

বিজ্ঞাপন

তৃতীয় প্যানেলটি হয় ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চাকুরীর বাজার’ বিষয়ে। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের বিবিএ (প্রফেশনাল) ডিপার্টমেন্ট শিক্ষক নাহিদ শামস, ঢাকা সিটি কলেজের ফাহমিদা রওশন। স্টার সিনেপ্লেক্স এর হেড অফ এইচআর করপোরেট লায়লা নাজনীন, পারটেক্স স্টার গ্রুপের হেড অফ এইচআর এম সাব্বির জাহাঙ্গীর।

সামিটের সফলতা নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রিয়াজ হোসেন জানান, বিপুল সংখ্যক শিক্ষার্থীদের সাথে নিয়ে এবছর দ্বিতীয়বারের মতো স্কিল ডেভেলপমেন্ট সামিটের আয়োজন সম্পন্ন হয়েছে। আগত সকল অংশগ্রহণকারীরা ও অতিথিরা এ আয়োজন সাফল্যমন্ডিত করেছেন। সামিটে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার ও প্যানেল ডিসকাশন সেশন শিক্ষার্থীদের জন্য দক্ষতার পরিধি উন্মুক্ত করেছে। সামনের বছরগুলোতেও ধারাবাহিক ভাবে স্কিল ডেভেলপমেন্ট সামিটের আয়োজন করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |