ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

প্যারিসে ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস সামিট অনুষ্ঠিত

ফ্রান্স প্রতিনিধি

মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ , ১০:৫৭ পিএম


loading/img

শিল্পোন্নত দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্টারন্যাশনাল ট্রেড বিজনেস সামিট (রোড শো ২০২৩) অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ অক্টোবর) ইন্টার কন্টিনেন্টালের বল রুমে এর আয়োজন করা হয়।

বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন খাতের তথ্যচিত্র, গার্মেন্টস শিল্প, মেট্রোরেল, পদ্মা সেতু, সুন্দরবন, কক্সবাজার ও সিলেটসহ বিভিন্ন শিল্পের তথ্যচিত্র তুলে ধরা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় বাংলাদেশের উন্নয়নের রূপকল্প তুলে ধরে বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত খন্দকার এম তালহা, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ  ফ্রান্স- বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়িক কর্মকর্তা ও মিডিয়া ব্যক্তিরা। 

অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের ফ্যাশন শিল্পীদের অংশগ্রহণের ফ্যাশন শো প্রদর্শন করা হয়। এ ছাড়া দুই দেশের ব্যবসার উন্নয়নে দুটি চুক্তি স্বাক্ষর হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |