রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল চত্বর থেকে মো. সানি (১৭) নামে এক কিশোরকে তুলে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে।
সোমবার (৪ জুলাই) সকালে বোয়ালিয়া থানার (ওসি) মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরীর হেতেমখা সবজিপাড়া এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। এ সময় রামেক হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
পুলিশ ও নিহত কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, রোববার (৩ জুলাই) রাতে আহত এক বন্ধুকে রামেক হাসপাতালে দেখতে যায় সানি। এ সময় কয়েকজন যুবক হাসপাতাল থেকে তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরে তারা তাকে হেতেমখা সবজিপাড়া এলাকায় নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে, রাস্তার পাশে ড্রেনে ফেলে চলে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে সানিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানির বাবা পাখি জানান, রোববার (৩ জুলাই) তার ছোট ছেলে সানির জন্মদিন ছিল। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বন্যার কারণে তাদের পরীক্ষা পিছিয়ে গেছে। খেলতে গিয়ে তার এক বন্ধু আহত হয়। তাকে দেখতে সে হাসপাতালে যায়।
তিনি আরও জানান, হেতেমখা সবজিপাড়া এলাকার বিএনপি নেতা দিতির ছেলে আন্নাফ দলবল নিয়ে গিয়ে সানিকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। এর পর তাকে কুপিয়ে খুন করা হয়েছে।
বোয়ালিয়া থানার (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। নিহত সানির মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।