ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জুয়া খেলতে বাধা দেওয়ায় যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১১ জুলাই ২০২২ , ১১:৪২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীর ২১ নম্বর ওয়ার্ডের চকছত্রপুর এলাকায় জুয়া খেলতে বাধা দেওয়ার জেরে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।  

বিজ্ঞাপন

সোমবার (১১ জুলাই) রাতে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ঋত্তিক হোসেন (২২) নগরীর ২১ নম্বর ওয়ার্ডের চকছত্রপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসে অস্থায়ী পাচক হিসেবে কাজ করতেন। অভিযুক্ত টিপু একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রাজমিস্ত্রি।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ সোমবার সন্ধ্যায় জুয়া খেলার সময় চেঁচামেচি করতে নিষেধ করায় টিপুর (২৩) সঙ্গে নিহত যুবকের বাবা মিলন মিয়ার ঝগড়া হয়। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়। তবে রাত ৮টার দিকে টিপু স্থানীয় মধুর চায়ের দোকানের পিছনে ঋত্তিক হোসেনের (মিলন মিয়ার ছেলে) পিঠে ছুরিকাঘাত করে। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, আজ সোমবার সন্ধ্যায় জুয়া খেলা নিয়ে ঝগড়া হয়।পরে ঘটনার জের ধরে ছুরিকাঘাতে করা হলে ওই যুবকের মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |