ঢাকাশুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১৪ চৈত্র ১৪৩১

ছাত্রলীগ নেতা হাসিবুলের খুনের দায় স্বীকার করেছে ২ আসামি

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ জুলাই ২০২২ , ০৯:১৩ এএম


loading/img
দুই আসামি জয় ও হাসান

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে মামলার প্রধান আসামি হাসান ও তিন নম্বর আসামি জয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ জুলাই) সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১১ জুলাই) বিকেলে দুই আসামি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহর খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তবে রোববার (১০ জুলাই) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে হাসান (৩১)। একই গ্রামের মিন্টু মিয়ার ছেলে জয় (২১) ও অন্য আসামি তিতা হাজারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রুবেল (৪০)। 

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার (১০ জুলাই) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে হাসিবুল বাশার হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সোমবার (১১ জুলাই) বিকেলে তাদের আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার আবেদন করা হয়। এ সময় আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। তবে গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও ধারালো কিরিছ জব্দ করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, হাসিবুল বাশার হত্যাকাণ্ডের পর তার চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার প্রধান আসামি হাসান বাহিনীর প্রধান হাসান। মামলায় আরও ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়। 

তিনি আরও জানান, মামলা দায়েরের পর একই রাতেই অভিযান চালিয়ে মামলার ১০ নম্বর আসামি রকি (২৬) ও ১১ নম্বর আসামি বাহার উদ্দিনকে (২২) গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবুল বাশারকে কুপিয়ে ও জবাই করে খুন করা হয়। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |