মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে জীবনের হতাশার কথা জানিয়ে কিছুক্ষণ পর এক যুবক ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (১৮ জুলাই) দুপুরে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৭ জুলাই) রাত ২টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ব্রজেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের শাহিন মীরের ছেলে হিমেল মীর (২৪)। তিনি দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে নানা মোবারক শেখের বাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, হিমেল আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে তার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়, এমন বক্তব্য দিয়ে ৫ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও তার ফেসবুকে পোস্ট করেন। সে নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন। তবে ভিডিওর শেষ দিকে সবার উদ্দেশে তিনি বলেন, কেউ জীবনে প্রেম করবেন না।
সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে। একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।