ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

প্রেমিকাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করল কিশোর

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১১:৩৮ এএম


loading/img
ছবি: আরটিভি

প্রেমিকাকে ভিডিও কলে রেখে রাসেল (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় ওই যুবকের নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল সদর উপজেলার দরুন এলাকার চান মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাসেলের প্রেমের সম্পর্ক ছিল এক তরুণীর। ওই তরুণীর বিয়ে হয়ে গেছে এক শিক্ষকে সঙ্গে।

হঠাৎ বুধবার বেলা ১১টার সময় খবর পাই, রাসেল আত্মহত্যা করেছে। তখন মোবাইল ফোন হাতে নিয়ে দেখা যায়, ওই তরুণীর সঙ্গে কথোপকথন। রাসেল আত্মহত্যা করার সময় প্রেমিকার সঙ্গে কথাও বলেছে।

আত্মহত্যার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে। অন্যদিকে প্রেমিকাকে এলাকাবাসী আটক করে গাছের সঙ্গে বেধে রাখে।

বিজ্ঞাপন

 

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |